কর্মের পথ খুঁজে বেড়াও— কদর নেই কর্মের,
সাম্প্রদায়িক দেশে কদর আছে শুধুই ধর্মের।
তুমি হও না যতই কর্মপটু
কাজ পাবে না ছোটোখাটো;
মূল্য কোনোই হবে নাকো তোমার যত ঘর্মের।