যেখানে কষ্টকর জীবনের সহনীয়তার মাত্রা
সদা বর্ধনশীল, সীমাহীন আবিলতার ঘোরে;
হেতুবিহীন পঙ্কিলতার ভয়াল দুষ্টচক্রে বাঁধা-
সেখানেই সহনশীলতার কঠিন পরীক্ষা শুরু।
রণে ভঙ্গ দিও না ঐন্দ্রজালিক মহা সংগ্রামে,
হে সাহসী যোদ্ধা, বিজয় তোমার সুনিশ্চিত।