রাতভর বুনে ওরা ভাবনার জাল,
তন্দ্রাহারা চোখে জ্বলে প্রেমের মশাল।
জাগরণের খেলাতে মাতোয়ারা মন-
গাত্রক্ষতি তুচ্ছ করি হয় উচাটন।
পান করি কল্পসুধা সারা রাত্র ধরে,
খিটখিটে বিরহী মনটা শান্ত করে।