ছালাভরা সব অম খেয়ে নিছি আমরা
তোরা এখন দলবেঁধে ছালাখানি কামড়া।
আন্দাজ করেছিলাম বসবি তোরা গদিতে,
শাসনের নাও ভসাবি লুটপাটের নদীতে।
সেই কাজ করার সুযোগ তেমনটা রাখিনি
নিজ আখের গোছাতে হাত গুটিয়ে থাকিনি।
রাজনীতির বাজার জুড়ে এসব তো থাকবে
মিছেমিছি কেন তোদের হা-হুতাশ জাগবে?
আম-জনতার কী হবে কেন এসব ভাবনা
এত ভাবলে শেষমেশ যেতে হবে পাবনা।
নির্বাচনে পাশ করাটা আজকাল সোজা না
খরচের ব্যাপারটা তোদেরও বেশ জানা।
খরচটা তুলে নিতে হাওয়া হয়ে গেল আম
তোদের কথা চিন্তা করে ছালাখানি রাখলাম।
ভাগাভাগির বিষয়টা চাইছি ঠিক বোঝাবার
পালা করে আমরাই তো হব দেশের কর্ণধার।
হাজার হোক তোরা হলি এক পথের যাত্রী
এক কলেজে পাঠ নেওয়া আমরা ছাত্র-ছাত্রী।
আমাদের প্যাঁচাল শুনে হোস না তোরা রুষ্ট
আমবিহীন ছালা নিয়েই থাক এবার তুষ্ট।
ভাবিস না এ বাজে প্যাঁচাল, কথা কিন্তু সত্য
এসব হলো আমাদের রাজনৈতিক তত্ত্ব।