ছিল যারা চুনোপুঁটি
কামিয়ে নিল হাজার কোটি
দেশজুড়ে তাই হইচই;
রাঘব বোয়াল গেল কই?
রাঘব বোয়াল রুই কাতলা
নেই তাদের ঝোট ঝামেলা,
সমাজে তারা বেশ আছে,
লাগবে কেহ তাদের পিছে;
বুকের পাটা আছে কার?
তারা যে বড় মালদার।