ফুলরূপে পৃথিবীতে আজো তুমি গন্ধ বিলাও
তোমার সুবাস আজো আমার হৃদয়ে কিযে সুধা ঢালে
আজো তোমার স্মৃতিরাশি আমাতে ঢেউ খেলে
তুমি শুধু নেই!

পুষ্প, তোমার হৃদয়ে আমার হৃদয়,
সে কবে ছিল একদিন।
আজ তুমি ফুল, আমি যেন সৌরভ হয়ে—
আজো আছি তোমার হৃদয়ের মাঝে।
তোমাতেই আমি, আর আমাতেই তোমার প্রকাশ,
তোমাতেই আমার মাখামাখি।
আমি তোমার একাকীত্বকে মুছে দিতে
ডেকে আনি তৃষিত অলি, রঙিন প্রজাপতি।

পুষ্প, পরপার ঘুরে আবার আসিছ তুমি ফুল হয়ে
কিযে রূপ কিযে গন্ধ সুধা;
ছড়িয়ে চলেছ তুমি বাতাসে বাতাসে!
কার তরে?
আজো আমি বর্তমান মাটির পৃথিবীতে
কি বেদনা, কি বিচ্ছেদ কাতরতা,
আহা, কি দুঃসহ জীবন সংগ্রাম!
প্রিয়তমের এইসব ব্যথা মুছে দিতে দুঃসহ পৃথিবীতে
আবার আসিছ তুমি ফুল হয়ে নিজেরে কাঁদাতে!