মাথা যদি করতে নত হয়
তবে আর কোথাও তো নয়;
শুধু বাস্তবতার পদতলে।
মিথ্যাবাজির জাগ্রত দ্বারে দ্বারে,
সত্যের ফুল ফুটাব শক্ত করে;
অবাস্তবেরে যাব ঘোরপদে দলে।
এহেন কালের শঙ্কিত রীতি-নীতি
হবে না স্তব্ধ এমন হেরি সে ভীতি
সত্য নিশান করব উত্তোলিত।
প্রিয় বাঞ্ছিত বজ্র কণ্ঠ তুলি
হব অনুগামী এ জরা-জঞ্জাল ঠেলি
বাস্তবেরে করতে বিকশিত।
মিলিয়ে হস্ত শোষিতের দল সাথে
ক্ষব্ধ করি নামিয়ে সবেরে পথে;
শোষকের পরে গড়ব আলোড়ন।
এহেন আশারে ইতিহাস করি তবে,
নিবযে ছুটি সন্ধি আনিয়া ভবে,
সুশীতল করি অবাঞ্চিতের মন।