নীতিবোধের কথা ভেবে
সাহায্যের হাতটি তারে
দিয়েছিলাম বাড়িয়ে,
প্রতিদানের মাত্রাটি তার
বিস্ময় জাগিয়ে গেল
কল্পনাকে ছাড়িয়ে।
সেদিনের সেই হীনকর্মের
প্রতিদান আজ ফিরে পাব
মনে তাহা ধরি নাই,
আজ প্রতিদান পেয়ে ভাবি;
সেদিনের সেই কর্ম কেন
মন থেকে করি নাই?