প্রথম আলো ফোটানোর প্রয়াস খুঁজতে গিয়ে যাঁরা,
থমকে দিয়েছিল পৃথিবীর অগ্রসরমান মানুষকে
মন্ত্রমুগ্ধ করে; সেদিন দেখেছিল বিশ্ব বাংলার অগ্রযাত্রা।
আবহমানকাল ধরে বাংলার শোষিত জনতা;
লোপাট হওয়া অধিকার রক্ষার তাগিদ নিয়ে—
রক্তচক্ষুর ত্রাসনের বিরুদ্ধে দাঁড়াবার দুঃসাহস দেখিয়ে,
পথ করে দিয়েছিল সেদিন শিক্ষার, জাতির জাগরণের।
থিতু হওয়া এ জাতি সেসব পথিকের দেখানো পথ ধরে;
কেড়ে নিয়েছিল নিজেদের সম্মানের আসন।
রাষ্ট্র হলো দেশে দেশে বাংলার এই বিজয় বারতা।