জীবনের ঝোঁপ-ঝাঁড় মারিয়ে এলো
নতুন প্রেম; অমনি জীবনটা
হয়ে গেলো অন্য রকম,
আশারা ফিরে পেলো পুনর্জন্ম।
এই নতুন জীবনের সাথে এলো—
আহ্, কি সুন্দর সুখানুভূতি!

এই সুখামৃতের পূর্ণপাত্র নিয়ে
জীবনে এলো উপেক্ষিত এক নারী;
যারে কোনদিন ভাবিনি, সহ্যের সীমানাও
যাকে মারাতে দেইনি কোনদিন—
অথচ সে নিয়ে এলো নতুন স্বপ্নগাঁথা
অবাধ সুখানুভূতি; শুধুই আমার জন্যে।