সুন্দরের পূজারী আমি,
প্রেমের প্রতীক—
ভালোবাসি কবিতা আর গান।
ভালোবাসি এ ধরার মূর্ত আগন্তুক;
ভালোবাসি এ নন্দিত ধরনীরে,
ভালোবেসেই চিত্ত আমার হয়েছে মহান।

ভালোবাসার বিমূর্ত আবেগেরা—
আমার এ মনোমাঝে বসি;
মনের মনোবাঞ্ছা জড়ো করি—
হাসে অহর্নিশি।
তারপর ফুটিয়ে হৃদয়কলি;
মনোপ্রেম ডালাখানি দেয় পূর্ণ করি।

প্রেমপূজার মন্ত্র আমার কবিতার স্তব,
কবিতাতেই গাই প্রেমগান।
ভাষার তুলিতে আঁকি সুন্দরের ফুল
চিত্তখানি করে বলিদান।
চিত্তের এ পূজার অর্ঘ্যরাশি;
প্রেম আর সুন্দরে তাই খুঁজে পায় কূল।