প্রেমের পূজারী প্রেমের তরে
অনুরাগে ভরা  হৃদয়ের ঘরে
প্রেমের প্রদীপ জ্বালে,
হয় না তাহার কামনা সিদ্ধ
প্রশ্নের বাণে হয় সে বিদ্ধ;
প্রেম কাহারে বলে?

বাসনার অনলে হৃদয় জ্বালিয়ে
উজাড় করিয়া নিজেরে বিলিয়ে
ভিন হৃদয়ের তরে,
বিশুদ্ধ চিন্তা কামনা শূন্য
যাপন করিয়া হইলে ধন্য;
বলে যাই প্রেম তারে।