এসো প্রেম,
এসো ভালবাসা নামের অদৃশ্য শিহরণ,
আবেগময় হয়ে আমার বিদগ্ধ অন্তরে।
বিগত ব্যর্থ সময়ের বন্ধুর পথ মারিয়ে;
নবীন আনন্দের উষ্ণতা নিয়ে তুমি এসো,
এসে বাসা বাঁধো— আমার হৃদয় জঠরে।
হে আমার কাঙ্ক্ষিত হৃদয়ানুভূতি প্রেম,
ভালবাসা হয়ে তুমি এলে—
তোমাকে কবিতায় জড়ানো সুন্দরতা দেব,
কবি হৃদয়ের সুগভীর সৌহার্দ্য দেবে,
তুমি এসো, মিনতি আমার রাখো একটিবারে।