এখানে মাটির সাথে চাঁদের মিতালী
আকাশ উজাড় করে ঢেলে দেয় প্রেম,
এ মাটিরে ভালবেসে। মাটির গন্ধ গায়ে মেখে
ধূলি আঁকড়ে পড়ে থাকে ঘাসেরা বারো মাস।
সারারাত জোনাকিরা রাতের সাথে কথা কয়;
জংলার ধারে আলো জ্বেলে জ্বেলে;
গহনা যেমন রমণীর রূপে জোয়ার আনে
কিংবা ফুলদানিটি মন কেড়ে নেয় ফুলের সঙ্গী হলে,
তেমনি হেথা প্রকৃতির রূপের জাদু রাখা।
কেনো জানো? প্রেম ছাড়া আর কিছু নয়।