পটভূমিটা সৃষ্টি হয়েছিল অনেক আগেই
ভইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আর মতভেদের কারণে
যেমন একান্নভূক্ত পরিবার থেকে বের হয়ে—
আলাদা করে আবার নতুন সংসার পাতে;
তেমনি খণ্ড খণ্ড বিদ্রোহ, জাতিগত বিভেদ
আর মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দোহাই পেড়ে
বৃহৎ পরিবার ভারতবর্ষ থেকে বেরিয়ে এলো
দু’টি খণ্ড ভূমি— পূর্ব আর পশ্চিম পাকিস্তান।
সেদিনের এই ভাগ হওয়ার ভাবনা কতটা
যুক্তিযুক্ত হয়েছিল পরক্ষণেই তা টের পাওয়া গেল।
মুসলমান হলেই মুসলমানের প্রকৃত ভাই হয় না
তার জ্বলন্ত প্রমাণ সৃষ্টি হল পৃথিবীর ইতিহাসে।

শুরু হলো ভাইয়ে ভাইয়ে শাসন-শোষণ আর
নিপীড়নের খেলা, সৃষ্টি হলো দ্বন্দ্ব-সংঘাত।
গর্জে উঠল হাতিয়ার, গর্জে উঠল ভূখণ্ডের মানুষ।
শুরু হলো যুদ্ধ, শুরু হলো অস্তিত্বের লড়াই।
দীর্ঘ নয় মাসব্যাপী কথিয় ভাইয়ে ভাইয়ে
চলল রক্তের এক নারকীয় হোলিখেলা।
অশুভ শক্তির জয়, কত আর দীর্ঘতর হয়?
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ঠিক গুঁড়িযে গেলো
অশুভ শক্তি দখলদার বাহিনীর কালো হাত,
রক্ষা পেল পূর্ব বাংলা ভূখণ্ড, ভূখণ্ডের মানুষ।
‘পূর্ব বাংলা’ নাম পরিবর্তিত হয়ে পত্তন হলো
‘বাংলাদেশ’ নামে একটি স্বাধীন রাষ্ট্রের।