আমার বাল্যবন্ধু বিপ্লব
বিপ্লবী হবার কথা ছিল ওর,
আর সেই সাথে আমারও।
সব রকম অনিয়মের বিরুদ্ধে,
আমরা হব বিপ্লবের প্রতিমূর্তি;
আমাদের পথ হবে সেবাধর্মী,
বিপ্লবের অগ্নিমন্ত্রে সৃষ্টি করব-
আমরা এক শান্তিময় পথ। অথচ;
আজ আমরা অন্যপথে— পথহারা।
চোখের সামনে অহরহ ঘটে যাওয়া
হাজারো অনিয়মের নিরব সাক্ষী আমরা।
আমাদের সেদিনকার বিপ্লবের বহ্নি,
সেদিনের প্রতিবাদের জিয়ানো ভাষা,
সেদিনের শপথ নেয়া সেবার পিপাসা,
সব আজ সময়ের আবর্তে পথহারা।
আমরা আজ পথহারা পথিক!