সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকক্ষণ হলো
নেমে এসেছে রাত; ওদের ঘরে ফেরার নাম নেই।
এই রাতে সবাই যখন তাদের কাজকর্ম সেরে,
ক্লান্ত-অবসন্ন দেহে অনুভব করে—
ঘরে ফেরার তাগিদ; তখন ওরা ঘর থেকে
পথে নেমে আসে— ওরা পথের শিকারী।
নিশাচর ওরা, কর্মশূন্য দিন ঘুমিয়ে কাটায়
রাতের পথে পথে ওদের লক্ষ্মী থাকে বাঁধা।
কর্মক্লান্ত মানুষের ঘামে ভেজা টাকার গন্ধে
মাতোয়ারা ওরা ওঁৎ পেতে থাকা শিকারী পশু,
ওদের আছে অবৈধ অস্ত্র— ওদের শক্তি-সাহস।
বৈধ অস্ত্রের চেয়ে অবৈধ অস্ত্রের ভয়াবহতা
অনেক বেশি— তা ওরা জানে; তাই ওরা ভয়ঙ্কর!
ওদের শক্তি আছে, সাহস আছে, বুদ্ধিও আছে—
সাধারণ মানুষের চেয়ে ঢের বেশি, অথচ তাকে
ভালো কাজে লাগাবার শুভবুদ্ধি একেবারেই শূন্য।

আত্মদোষে দুষ্ট ওরা জানে না ওদের ভবিষ্যৎ
সব টাকারই পাখা আছে; কষ্টের ঘাম ঝরানো
টাকার চেয়ে ভুজবাজি করে কামানো টাকার
পাখার গতি বড়ই দুরন্ত! অত্যল্প তার স্থিতিকাল।
ওরা ভাবে না— একদিন ঠিক শীতল হবে
ওদের শাণিত রক্ত, ম্লান হবে ভয়াবহ শক্তি-সাহস
সেদিন ওরা কর্মহীন— অথর্ব হবে,
ওদের পথের লক্ষ্মী বিমুখ হয়ে মুখ ঘুরাবে।
সেদিন ওদের ক্ষুধার্ত উদর ব্যস্ত করে নিয়ে যাবে পথে;
কর্মক্লান্ত মানুষের দয়া-দাক্ষিণ্যের আশায় হাত বাড়াতে।