পণ্ডিতের মত কথা কয়, যেন জ্ঞানের ভাণ্ডার
থেকে থেকে পাগলামি, নেই ঘর বাড়ি তার।
রকমসকম বোঝা দায়, কেবা বোঝে তার ভাব?
পা থেকে তার মাথা অব্দি— ময়লায় সয়লাব,
গরম কিংবা শীত বলো স্নান করা তার মানা
লক্ষ্যহীন জীবনটা তার— গন্তব্য অজানা।