একটি পথে হাঁটতে গিয়ে আবেগের বশে;
মান-সম্মানের মুক্তা কিছু পড়েছিল খসে।
অসম্মানের পথটি ধরে
আবেগের রথে চড়ে;
হাঁটতে গিয়ে ভরল জীবন বেদনার রসে।