শুধুমাত্র একটি হৃদয়ের আনুকূল্য পাবার জন্যে
অনেক অনেক জ্বালাময়ী আবেগ বুকে ধরে—
হৃদয় জ্বলে ছারখার হয়ে যাবে;
কিংবা বুকের গভীরে রক্ষিত হৃদয়টা—
একটি বাসনার তৃষাকে আকড়ে ধরে নিশিদিন;
নিজেকে বিলিয়ে দেবার আবিল বাসনা নিয়ে
মর্মের কোষগহ্বর পূর্ণ করে নেবে বেদনার রসে;
এমন কুলক্ষণে কথার নাম কি হয় প্রেম?

বড় পুরাতন এই প্রেমের ইতিহাস
সময়ের দেয়াল টপকে পুরাতন প্রেম আজ
নতুনের কোলে এসে— পেয়েছে জটিলতা!
জটিলতার কাছে যদি পবিত্রতা হার মানে
তবে জটিলতার রাজ্যে পবিত্রতার স্থান কোথায়?

প্রশ্নজালের ভাব-বিহ্বলতা পড়ে থাক,
ভাবের কপালে ফুটুক বিজয় তিলক,
প্রেমেরা অপ্রেমের চিতাভষ্ম থেকে উঠে আসুক
সুন্দরের আরাধ্য পুষ্পিত কাননে।
জানি কবির ভাবনারা ভাষাতেই হারাবে কূল,
প্রেমের নৈরাজ্যে তার মিছে গড়াগড়ি!
তাইতো পবিত্র প্রেম আজ নিঃশব্দে, অপ্রেমে
জটিলতার মাঝে লীন হয়ে খেলা করে।

যদি এই হয় প্রেমের নবীনতম রূপ,
কবির সঙ্গীতে যদি না খোলে তার জটিল মুখোশ
তবে এসো হে সিদ্ধ প্রেমিক,
বাজাও তোমার আরাধনার মঙ্গল ঘণ্টাধ্বনি।
অপ্রেমের অন্ধকারে ডুবে যাওয়া প্রেম আবার
পবিত্রতার জালে বাঁধা পড়ুক তোমার সিদ্ধ সাধনায়।