শক্ত হাতে অস্ত্র ধরে
একাত্তরে বীর বাঙালি
আনল বিজয় ছিনিয়ে,
মুক্তকামী দেশের তরে
সাগরসম রক্ত ঢালি
বিজয় নিল কিনিয়ে।
বীরত্বের এ মহিমাতে
ধন্য হল দেশের মাটি
ধন্য হল দুনিয়া,
এমনি বীরের দেশখানাতে
যাচ্ছে আজি কিবা ঘটি
সে কথা নাও শুনিয়া।
ছিল যাদের একই ব্রত
গলায় গলায় ভাব জমিয়ে
এক পতাকার তলটিতে,
তারা আজ কু-কর্মে রত
ভাবের হিসেব চুকিয়ে দিয়ে
স্বার্থ রক্ষার ছলেতে।
আপন আপন স্বার্থটিরে
যে যার মত জাগিয়ে নিতে
টানছে দেশের সর্বনাশ,
গর্বে ভরা অতীতটারে
অন্ধকারে ডুবিয়ে দিতে
কেন এমন পরিহাস?
বুঝতে আমি ভেবে মরি
কেন হল জাতির পতন
যদিও জানি এ বুঝা ভার,
আপনা তবু প্রশ্ন করি
পাইযে জবাব মনের মতন;
এ বাঙালির অলংকার।