ব্যস্ত জগতের ঘূর্ণন এখন তীব্র,
মাতাল প্রকৃতি ঋতুবতী হওয়ার পূর্বে;
বদলে নেয় নতুন পোশাক ।
বিশ্ব জন্তুর নাছোড়বান্দা ক্ষুধার আবেশ,
মানবের হিংসা আর বিকৃত প্রেম,
আসলে পৃথিবীটাই জ্যান্ত পাগল।