কী ভয়ানক দাপট ছিল তার
কাঁপত ভয়ে পরানটা সবার,
এখন সে কোমায়
মরার মত ঘুমায়,
নয় কিছু স্থায়ী এ নশ্বর ধরার।