গ্রাম শহরের তাবৎ সুন্দরী তন্বীদের থেকে
সেই সব সুন্দরীদের কথা বলছি,
যারা আমার হৃদয়কে বিমূঢ় করে—
বিদ্ধ করেছিল তাদের সুতীক্ষ্ণ রূপের ফলায়।
সেই সব সুন্দরীদের— যারা এতোকাল ধরে
আকাঙ্ক্ষার সুকঠিন পাথর হয়ে ছিল আমার বুকের খাঁচায়।
ওরা আজ উড়ে যেতে চায়,
পাখায় পাখায়—
সময় দিয়েছে ওদের দুর্বার উড়ার তাগিদ,
নিরাশার উদ্বেগে ওদের গজিয়েছে উড়বার পাখা;
তাই ওরা আজ উড়ে উড়ে সুদূরে মিলাতে চায়।
আমার বুকের শূন্য গহ্বর থেকে,
বুকের এ ভাঙা কুঠরী থেকে,
আমার অপদার্থ-অক্ষম জীবন থেকে,
ওরা আজ উড়ে যেতে চায়।
ওরা উড়ে যেতে চায়, উড়ে যাক,
সুদূরে মিলাতে চায়, সুদূরে মিলাক
আমার হৃদয়ের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে;
ওরা উড়ে উড়ে খুঁজে পাক
শান্তির শেষ আশ্রয়স্থল।