ওরা অন্নকষ্টে জর্জরিত হাড্ডিসার মানুষ,
রাঘব বোয়ালের মতো সর্বগ্রাসী ক্ষুধার সঙ্গে—
মরণপণ লড়াই করে ওদের বেঁচে থাকা।
রক্ষাকর্তার উদাসীনতার পথ ধরে—
তেপান্তরের মাঠ পেরিয়ে আসা ঘোড়সাওয়ার অভাবেরা
মরা-বাঁচার লড়াই লাগিয়ে দিয়ে যায় নিশিদিন।
রঙ্গমঞ্চে ওদের নিয়মিত চলে বুভুক্ষার করুণ যাত্রাপালা!
তেষ্টাকাতর পথিক যেমন মরুভূমির বুকে—
বেঁচে থাকার তাগিদে খুঁজে ফেরে এক গণ্ডুস জল;
চেয়ে থাকে তেমনি ওরা দুমুঠু অন্নের প্রত্যাশায়।
থাকে শুধু প্রত্যাশার ঘোর জীবনের সীমারেখা জুড়ে।
কেন ওদের জীবনের এই বিড়ম্বনা?