বাহারি কুসুম ডাকি কহিল অলিরে,
শতদল নত মোর তব পদভারে।
কেমন স্বভাব তোমার রূঢ় আচরণ—
মধুর ভাণ্ড আমার করিছ হরণ?
অলি কহে— হে কুসুম, রাখ অভিমান;
তোমার সৃষ্টির পথ করি নির্মাণ।