অস্ত্র মাত্রই ভয়াবহ, তবে বৈধ অস্ত্রের চেয়ে
অবৈধ অস্ত্রের ভয়াবহতা অনেকগুণ বেশি।
‘চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা’—
তেমনি ধরা পড়বার আগ পর্যন্ত অবৈধ অস্ত্র,
থেকে যায় সবরকম জবাবদিহিতার বাইরে;
তার চিরাচরিত ভয়াবহতার মুখোশ পরে।
বাড়ন্ত আগাছার মতোই অবৈধ অস্ত্র বাড়ে;
অলক্ষ্যে, রাতারাতি আইনের চোখ ফাঁকি দিয়ে,
এসব অস্ত্র নিয়েই চলে কুচক্রীদের যত খেলা।
খেলারামদের খেয়ালি খেলার খপ্পড়ে পড়ে—
গোটা জাতি দিশেহারা, ম্রিয়মান প্রশাসনযন্ত্র।
এর থেকে পরিত্রাণের পথ বের করবে কে?