ছাদের ওপর নৃত্য কর শুভ্র জোছনা ধারা
সেথা বসে গুণিতেছি দূর আকাশের তারা
না জানি কোন খেয়ালে
শয্যা ছাড়ি নিদ্রা ভুলে;
রাতের কাছে নিজকে সপি হয়ে আত্মহারা!