কে বা কারা ছড়িয়ে দিল একটা গুজব,
তাই নিয়ে মাতল দেশ, ঝরল কিছু শব।
নির্বুদ্ধিতার পথটি ধরে-
আলোড়ন উঠল গড়ে,
জনগণ করবে এবার অশান্তির উৎসব।