টানাটানির ঘর-সংসারে বছর বছর নতুন মুখ
নতুন মুখের বহর দেখে নির্বাসনে পালায় সুখ।
সংসারেতে অভাব বাড়ে,
সংখ্যা বাড়ে দেশের তরে
অনিশ্চিতের বোঝা নিয়ে বেড়ে ওঠে আগন্তুক।