নিধিরাম সরদার ঢাল-তলোয়ার নেই তার,
ধিক্কারে সব যোদ্ধারে তার জুড়ি মেলা ভার।
রাত কাটে ঘুমহীন, যুদ্ধ যদি লেগেই যায়;
মরবে কত বীর সেনা তার শক্ত মুঠির ঘায়।
সংকটে পড়লে দেশটা, যুদ্ধ ঠিক লাগল,
রণ পিপাসু নিধিরাম প্রাণ বাঁচাতে ভাগল।
দায়ে পড়ে খোঁজে সবে, কোথা গেল সরদার?
রণ ছেড়ে কী পালিয়েছে নেই বলে তলোয়ার?