হৃদয়ের সবটুকু ভালোবাসা যারে দেয়া যায়
মধুর বসন্তটিরে রিক্ত ফাগুন করে;
সে ফাগুন বাতাসে যদি—
আর না ফিরে আসে বসন্ত জোয়ার,
বর্ষঘেরি যদি বয় শীতের বাতাস;
ঈশানের স্থলভূমি হতে, তবে—
কেন আর বসন্তের পথ চেয়ে থাকা?
যে হৃদয় চলে যায় দূরে, বহুদূরে—
তার তরে কেন মিছে এত ভালোবাসা?