বদ ছেলেটির বদ-কামনার উষ্ণ ইশারায়—
শুদ্ধ প্রেমের আশায় মেয়ে সাড়া দিয়ে যায়।
কলঙ্কের লাগল ধূলি,
বদ-কামনার ছবিগুলি;
ধরে রাখা হয়েছিল গোপন ক্যামেরায়।