পায়ুপথ মুখেরে বলে—শুন রসনার রাজ,
রসনায় মেতে শুধু খাওয়া তোমার কাজ।
ইচ্ছেমত খাও তুমি টক মিষ্টি ঝাল,
আরও কত তরকারি, শাক-সবজি-ডাল।
মদ্য, মাংস খাও তুমি যখন যা রুচে,
উদরপূর্তি হলে তোমার মনের তৃষা ঘুচে।
তোমার কর্ম শেষ হলে আমার কর্মের পালা,
বুঝিতে নরাজ তুমি আমার কত জ্বালা।
তোমার রসনা বিলাস যত মাত্রা ছাড়ে,
আমার দুঃখের সীমা ঠিক ততো বাড়ে।