কোথা থেকে এসেছে সে
কিছুই মনে নেই,
গন্তব্য তার শুধুমাত্র
জানা আছে এই।
গমন পথটা লম্বা ভারী
এপথ দিতে হবে পাড়ি
গন্তব্যে না পৌঁছুলে তার
মোটেও রক্ষা নেই।
সেথায় আছেন বিরাট পুরুষ
হিসাব নিয়ে বসে,
তার জীবনের সকল হিসাব
রাখছেন অংক কষে।
হিসাব তাহার সুক্ষ্ম অতি
শূন্য ফলে নেইকো গতি
হিসেবে ফল শূন্য হলে
থাকতে হবে বসে।
তার জীবনের সকল কাজে
আজ হিসেবের দিন,
জীবন প্রদীপ নিবিয়ে সে তাই
ছুটছে সীমাহীন।
সীমা ছাড়ি অসীমমুখে
বিশ্ব জগৎ আছে ঝুঁকে
সেই ঝুঁকির টানে আসবে নেমে
শেষ হিসাবের দিন।