কানে কানে বলি তোমায় শুন নিরালায়
তুমি মোর মনমিতা তোমাকেই চাই,
তোমার ঐ হৃদয়ের যদি সাড়া পাই।
বেঁধেছ তুমি মোরে কিয়ে এক মায়া ডোরে
তাইতো এ হৃদয় উঠে দোলে,
আমিও তোমায় বাঁধিবারে চাই;
কঠিন প্রেমডোরে, এই হৃদয় বেদীমূলে।
তুমি পড়বে কি মোর বাঁধন মালা
জানতে আমার মন উতলা,
শুধাই সত্যি বল,
আমার হৃদয়জুড়া প্রেমের খেলায়
খেলার সাথী করতে তোমায়
হৃদয় ছলছল।
এই মনে তুমি আছ গাঁথা
ও মন কি গাঁথবে হেথা?
তবে হয় হৃদয়ে হৃদয় মিল,
হৃদয়ে হৃদয় এক করিবারে
আমার এ মন চায় যে তোমারে,
গড়তে প্রেম-মঞ্জিল।
সাথী আমি সাথী হারা
তোমারও যে তেমনি ধারা,
এসো তবে হৃদয় অন্তপুরে,
রেখেছি এ হৃদয় বেদী
শুধুই তোমার করে।