মনোযোগ সহকারে পড়ো, পরীক্ষায় ভালো ফল পাবে।
শুধু পড়াশুনা নয়- সব কাজেই মনোযোগ দিতে হয়;
তবেই সফলতা আসে। সবকিছুর মূলমন্ত্র মনোযোগ।
আমার সপ্তবর্ষীয় কন্যাকে সচরাচর এই শিক্ষাই দেই,
তার মনোযোগ বৃদ্ধি করতে আমি সদা নিষ্ঠাবান থাকি।
এরই মাঝে কিছুদিন ধরে ঘটছে আমার ঘুমের সমস্যা,
প্রায় রাত আমার ঘুমহীন কাটে। ডাক্তারের দেয়া ওষুধ
ব্যর্থ করে ঘুমহীন রাত কাটায় আমার পরিশ্রমের শরীর।
আমার নিদ্রাহীনতা নিয়ে পরিবার উদ্বিগ্ন- এই বোধজ্ঞান
আমার শিশু কন্যারও যে আছে তা বুঝলাম তার কথায়।
আমাকে সে বলে, ‘বাবা ঘুমে তোমার মনোযোগ নেই,
তাই তো ঘুম হচ্ছে না। মনোযোগ দাও, ঠিক ঘুম হবে।’
একদম খাঁটি কথা। ঠিক কথাই বলেছে কন্যাটি আমার।
ঘুমে আমার মনোযোগ নেই, মনোযোগ সব দুঃশ্চিন্তায়,
বিছানায় গেলেই চিন্তাগুলো দলবেঁধে মাথায় ভিড় করে;
বুনতে থাকি চিন্তার জাল। চিন্তা আমায় ঘুমাতে দেয় না।
কন্যার কথা আমার সম্বিত ফেরায়, আমি চেষ্টা করে যাই
চিন্তার নাগপাশ থেকে মুক্ত হয়ে ঘুমে মনোযোগ ফেরাতে।