সারা জীবন পাইনি খুঁজে মনের মত মন,
খোঁজাখুঁজির শ্রমটা শুধু দিলেম বিসর্জন।
মন পাওয়াটা নয়কো সোজা,
মনের গতি যায় না বোঝা;
মন পাওয়ার তরে মানুষ করে কত রণ!