মাতৃরূপে দেবী তুমি সর্বত্র বিরাজ,
সর্বগুণান্বিতা তুমি বহুরূপী সাজ।
মহা সরস্বতী রূপে জ্ঞান-বুদ্ধি দাও,
মহালক্ষ্মী রূপে তুমি ঐশ্বর্য বিলাও।
মহাকালী রূপে কাল করিছ হরণ,
দূর্গারূপে দুর্গতি নাশের কারণ।
এক তুমি বহুরূপে জগতে পূজিতা
সর্বময়ী দেবী তুমি জগতের মাতা।