আমি এক হতভাগ্য মানুষ, ভাগ্যের প্রবঞ্চনার শিকার;
মানুষের প্রবঞ্চনা থেকেও আমার রেহাই মিলে না কখনো।
নিয়তি আমার সঙ্গে সদা ব্যস্ত তার ছলচাতুরী খেলায়:
তাইতো বঞ্চিত হওয়ার পালা আমার দীর্ঘতর হয়ে ওঠে।
ঘামে ভেজা শরীরটা শুকিয়ে ওঠার প্রয়াস পায় না শীতল বাতাসে
দীর্ঘদিনের অভিজ্ঞতায় শ্রমের হাতটি আমার পেকে উঠেছে ঢের,
চারপাশের মুখোশধারী মানুষেরা আমায় মিঠে কথায় নিত্য ভুলায়;
সুকৌশলে নিজের কাজটি সেরে নেয়, পারিশ্রমিকের বেলায় বদ্ধহস্ত।
এ হলো আমার ভাগ্য বিড়ম্বিত ব্যুহবদ্ধ জীবনের চিরচেনা গণ্ডি!
এখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে ফেলি নতুন পদক্ষেপ।
প্রতিবারই পা আমার আটকে যায় নতুন আপদের চোরাবালিতে!
হতভাগ্য মানুষের ক্ষেত্রে এটিই সিদ্ধ, এর ব্যত্যয় হলেই মিরাকল।