তোমার বৈভবে মোরে নিতে চাও ডাকি
আমি সেথা বেমানান তাই দূরে থাকি।
দুই দিগন্তে দোহের বাস
নিত্য দিয়ে যায় আভাস;
মিলনের পথ জুড়ে শুভঙ্করের ফাঁকি।