বায়ুর পাখায় সাগর জল দূর আকাশে উড়ে
চিরকাল তার হয় না উড়া বৃষ্টি হয়ে ঝরে।
বিদেশে রও দেশের তরে পুড়বে ঠিক প্রাণ
সবার তরে হাতছানি দেয় জন্মমাটির টান।