মাটি দিয়ে তৈরি সবার দেহ ঘর,
টিকতে দেয় না তারে দৈবের ঝড়।
রক্ষাকর্তা না চাহিলে
ঘর রবে না ধরাতলে,
রবে না ঘরের মালিক ঘরের ভিতর।