মানুষ নামের চিড়িয়া
সভ্যতার ডোর ছিঁড়িয়া,
অসভ্যতার আকাশ জুড়ে
যেন রঙিন ফানুস উড়ে।