‘মানুষ হও’ বলেন জ্ঞানী-গুণী-পণ্ডিত-গুরুজন সবাই।
শাস্ত্রেরও একই কথা, সুর মিলিয়ে আমিও বলি তাই,
হাত-পা যুক্ত নররূপী নয়, হও সত্যিকারের মানুষ,
যদি তা পার তবে জাগ্রত হবে তোমার অন্তরের হুশ।
ধর্মের পথ, স্বর্গের দরজা তোমার খোলে যাবে, তখন
মানবতা তোমার ছায়াসঙ্গী হয়ে সাথে রবে আজীবন।
মানবতাই শ্রেষ্ঠ ধর্ম; শুধু এই বোধ যদি হৃদয়ে ধরো,
প্রয়োজন নেই কোন ধর্ম ধরার, যদি তা প্রয়োগ কর;
ধর্ম ছুটে আসবে তোমার দ্বারে, তোমায় ধরা দিতে।
মানুষ তুমি হলে- পারবে না অনৈতিক কিছু করতে,
বিবেক তোমায় টেনে নিয়ে যাবে মানবিকতার দ্বারে;
তুমি রণে ভঙ্গ দিয়ে ম্রিয়মান হবে নৈতিকতার ভারে।
মানুষ তোমায় হতে হবে; নিতে এ জগত রক্ষার ভার,
মানব সন্তান তুমি, অমানুষ হওয়া সাজে না তোমার।