মানুষ এক পালঙ্কে ঘুমিয়ে কাটায় রাত
মানুষ এক গৃহহীন অবলম্বন ফুটপাত।
মানুষ এক ভালবাসা গভীর প্রাণে চায়
মানুষ এক ভালবাসা পায়ে দলে যায়।
মানুষ এক সততার লড়াইয়ে দেয় প্রাণ
মানুষ এক সততারে করে খান খান।
মানুষ এক রাজাধি রাজ বড়ই প্রতাপ
মানুষ এক দরিদ্র বেশ মনেতে সন্তাপ।
মানুষ এক মানুষের মঙ্গল করতে জানে
মানুষ এক মানুষের বিপদ ডেকে আনে।
মানুষ এক মানুষ হয়ে জগৎপুজ্য হয়
মানুষ এক অমানুষ হয় সবাই করে ভয়।
মানুষে মানুষে ভেদ এত কেন হয়ে যায়
মানুষের এ ভেদাভেদ ঘুচানো কি দায়?