মানসী, তুমি উর্বশী-আফ্রোদিতি এদের কেহ নও,
হৃদয় নীড়ে তুমি অনিন্দ্য-সুন্দরী প্রতিমা হয়ে রও;
আমার মনোরাজ্যের সিংহাসনে সতত তোমার বাস।
তবু কল্পনার বহুমার্গে তোমায় আপন করে পেতে;
উদভ্রান্ত মন থাকে কল্পলোকের অভিযানে মেতে।
অসম্ভবের পাখায় ভর করে কল্পনার দূত যত,
চন্দ্রলোক থেকে বয়ে আনে জোছনা মনোমত;
দিনের শুরুতে ফোটা ফুলরাজির প্রথম নির্যাস।
সুনীল আর সাদায় মাখামাখি আকাশের নীড়ে;
পাখির সুললিত কণ্ঠ— শুধুই তোমার তরে।
তোমাকে ঘিরে অনুরাগের লক্ষ প্রদীপ জ্বলে,
মনের গোপন ইচ্ছেগুলো রোমাঞ্চিত হয়ে ঝলে;
শুধু তোমায় মনোমত সাজিয়ে তোলার আশে।
তাইতো কল্পনার রঙে রঙে তোমাকে সাজাই;
অকল্প আলোয় একবার যদি তোমাকে পাই।
মানসী, আমার জীবনে তুমি মায়া মরীচিকা,
তবুও খুঁজতে তোমায় জ্বালাই স্বপ্ন শিখা;
অনুরাগের কল্পিত দীপ জ্বেলে গভীর উচ্ছ্বাসে।
না পাই হৃদয়ে তোমায়, শুধু কল্পনাতে ঠাঁই;
আবাস গড়েছ তুমি কল্পলোকের দূর নীলিমায়।