মায়া মমতায় হৃদয় যদি থাকে ভরপুর,
নরকের দ্বার তারে সদা করে দূর দূর।
বিবেক যাহারে বাঁধে;
করুনা সে নিত্য সাধে,
তার জীবন চরিত হয়ে ওঠে সুমধুর।