পাখিদের উড়তে দেখে উটপাখির ছানা
উড়ার সাধ নিয়ে মনে মেলে দিল ডানা।
পত পত ডানা ঝাড়ে
উড়তে সে নাহি পারে
ব্যর্থ হয়ে বুঝল সে উড়তে তাদের মানা।