কীসের ভিত্তিতে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ে,
দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে কমতে থাকে টাকার মূল্য;
অর্থনীতির এই মারপ্যাঁচ আমার মাথায় ধরে না।
দ্রব্যের বাজারমূল্যের সাথে আমার আয়ের বৈষম্য
দিনে দিনে বেড়েছে অনেক এবং এখনও বর্ধিষ্ণু,
তাই তো বাজারে গিয়ে রোজ হাপিত্যেশ করে মরি।
অনেক প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী না কিনে ফিরে আসি;
অর্থের অপ্রতুলতার জন্য। দ্রব্যের মূল্যবৃদ্ধির সাথে
পাল্লা দিয়ে বাড়ে আমার অক্ষমতার আবিলতা।
অর্থনীতির বিষয় নিয়ে লেখাপড়া করা মানুষেরা কি
অর্থকষ্টের চাপ থেকে মুক্ত? সম্ভবত আমার মতো
তারাও আজ অসহায়। কেন না, অর্থনীতি আজ
নীতিহীনতার অন্ধকূপে নিমজ্জিত হয়ে আছে;
তাকে উদ্ধার করা গেলেই সকলের জন্য মঙ্গল।